দক্ষিণ আফ্রিকায় ১৪ দিনের লকডাউন
১৪ দিনের লকডাউন ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা। রোববার (২৭জুন) দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই সিদ্ধান্তের কথা জানান।প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, করোনা আক্রান্তদের চিকিৎসায় নেই পর্যাপ্ত ওষুধ এবং অক্সিজেন মজুদ। করোনা ভ্যাকসিনও প্রয়োজনের তুলনায় সীমিত। তাই করোনা শিষ্টাচার এবং বিধিমালা মেনেই নিয়ন্ত্রণে রাখতে হবে মহামারি। লকডাউনের নির্দেশনা অনুসারে, বন্ধ থাকবে সবধরণের জন-সমাবেশ। রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত থাকবে কারফিউ। নিষিদ্ধ অ্যালকোহল বিক্রিও। বুধবার থেকেই বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। রেস্তোরাগুলো টেকওয়ে সার্ভিসের জন্য খোলা রাখার অনুমতি পেয়েছে।খবর : রয়টার্স।