ক্যারিবিয়দের হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা
ওয়েস্ট ইন্ডিজকে ১৬ রানে হারিয়ে টি-২০ সিরিজে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া ১৬৭ রানের টার্গেটে ২০ ওভারে ১৫০ রান তোলে ক্যারিবিয়ানরা। রিজা হেন্ড্রিক্স আর কুইন্টন ডি ককের ব্যাটে ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকা। ৭৩ রানের উদ্বোধনী জুটি ভাঙে ২৬ রান করে ডি কক ফিরলে। হেন্ড্রিক্সের ৪২ আর টেম্বা বাভুমার ৪৬ রানে ভর করে ১৬৬ রানের স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে উইন্ডিজ ভালো শুরু পেলেও লিন্ডা, রাবাদা, তাবরিজ শামসির নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংস লম্বা করতে পারেনি কেউ। আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে ৩৫ আর ফাবিয়ান এলেনের ব্যাট থেকে আসে ৩৪ রান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান করে উইন্ডিজ। ৩ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নিকোলাস পুরান ও আন্দ্রে রাসেলের মতো দুই হার্ড হিটারকে ফেরানো বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডা হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ১৬৬/৭ (২০ ওভার) বাভুমা ৪৬, রিজা ৪২,ম্যাককয় ২৫/৩, সিনক্লেয়ার ২৩/২
ওয়েস্ট ইন্ডিজ : ১৫০/৯ (২০ ওভার) ফ্লেচার ৩৫, অ্যালেন ৩৪,রাবাদা ৩৭/৩, লিন্ডে ১৯/২
ফল : দক্ষিণ আফ্রিকা ১৬ রানে জয়ী।