বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » কৃষ্ণসাগর থেকে নতুন খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছেন এরদোয়ান

কৃষ্ণসাগর থেকে নতুন খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছেন এরদোয়ান 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বসফরাস প্রণালীর ওপর চাপ কমাতে নতুন খাল খননের ঘোষণা দিয়েছেন। প্রকল্পটি ‘ক্যানাল ইস্তানবুল’ প্রণালীর সমান্তরাল একটি বিশাল জলপথ, যা কৃষ্ণসাগরকে মারমারা সাগর ও ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করবে। তবে সমালোচকরা বলেছেন, এটি পরিবেশ বিপর্যয় সৃষ্টি করবে। সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘আজ আমরা তুরস্কের উন্নয়নের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। ৪৫ কিলোমিটার (২৮ মাইল) দীর্ঘ জলপথ কৃষ্ণসাগরকে বৈশ্বিক সামুদ্রিক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে, যা ইউরোপীয় ভূ-রাজনীতি এবং শতাব্দীর পর শতাব্দী ধরে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।প্রেসিডেন্টের সমালোচকরা অভিযোগ করেন, এই প্রকল্প তুরস্কে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করবে এবং দেশটিকে অনাবশ্যকভাবে ঋণে জর্জরিত করবে। সমালোচকদের বক্তব্য নাকোচ করে এরদোয়ান বলেন, এই প্রকল্পের সকল পর্যায়ে বৈজ্ঞানিক নকশা অনুসরণ করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে তাঁর দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।শনিবার (২৬ জুন) খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone