বলিভিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ব্রাজিলের অ্যারেনা পানতানালে আর্জেন্টিনার গোল উৎসব।৪-১ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আলবিসিলেস্তে। এদিন আর্জেন্টিনার জার্সিতে এককভাবে সর্বোচ্চ ১৪৮ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন লিওনেল মেসি। স্মরণীয় এই ম্যাচে জোড়া গোল করেন মেসি। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে খেলবে স্ক্যালোনির দল। আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ১৪৮ ম্যাচ খেলার রেকর্ড মেসির । লিও ছাড়িয়ে গেলেন হাভিয়ের মাশ্চেরানোকে।মাঠে নামলেই রেকর্ডটা নিজের করে নেবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড। আর্জেন্টিনার হয়ে ১৪৮তম ম্যাচ খেলতে নেমে হাভিয়ের মাচেরানোকে ছাড়িয়ে যাওয়া মেসির জাদুতেই বলিভিয়াকে ৪–১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী ৩ জুলাই গোইয়ানিয়ায় ‘বি’ গ্রুপের চতুর্থ দল ইকুয়েডরের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে নামবে মেসির আর্জেন্টিনা।