অভিনেতা নাসিরুদ্দিন শাহকে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭০ বছর বয়সী এ অভিনেতার নিউমোনিয়া হয়েছে। আগে একাধিকবার নাসিরুদ্দিন শাহর অসুস্থতার মিথ্যা গুজব রটানো হয়েছিল। কিন্তু এবার মুম্বাইয়ের একটি প্রথম সারির ইংরেজি দৈনিক নাসিরুদ্দিন শাহর অসুস্থতার খবর নিশ্চিত করেছে।‘উনি দুই দিন ধরে হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের একটি দল তাঁর দেখভাল করছে। ফুসফুসে সংক্রমণ থাকায় হাসপাতালে ভর্তি করা জরুরি ছিল। ওনার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসায় উনি সাড়া দিচ্ছেন।’ নাসিরুদ্দিন শাহর স্ত্রী রত্না পাঠক শাহ আর সন্তানেরা হাসপাতালে আছেন।