বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » পাস হলো ২০২১-২২ অর্থবছরের বাজেট

পাস হলো ২০২১-২২ অর্থবছরের বাজেট 

জাতীয় সংসদে পাস হলো ২০২১-২২ অর্থবছরের বাজেট। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে  সংসদ অধিবেশনে বাজেট পাস করা হয়।  বুধবার (৩০ জুন) বেলা ১১টার দিকে বাজেট অধিবেশন শুরু হয়। কণ্ঠভোটে বাজেট পাস হয় বেলা সাড়ে ৩টার দিকে। সংসদ অধিবেশনে এ সময়ে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহম্মদ কাদের উপস্থিত ছিলেন।এর আগে  ৩ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা।  এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সংসদ অধিবেশনে দীর্ঘ আলোচনা হয়। জানা গেছে, রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজই বাজেট সংক্রান্ত নির্দিষ্টকরণ বিলে অনুমোদন দেবেন এবং আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বাস্তবায়ন শুরু হবে সংসদের অনুমোদন পাওয়া ২০২১-২২ অর্থবছরের নতুন বাজেট।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone