খাদ্য সঙ্কটে উত্তর কোরিয়া
করোনাকালে অর্থের পাশাপাশি খাদ্যের অভাবে পড়েছে উত্তর কোরিয়া। এছাড়া দেশটিদে সাধারণ মানুষজন তাদের জীবনযাত্রা নিয়ে বড় সমস্যায় পড়েছে। পরিস্থিতি সামাল দিতে না পারায় কিম তার কর্মকর্তাদের তীব্রভাবে শাসিয়েছেন । কিম বলেছেন, গত বছরের টাইফুনের কারণে কৃষিখাত বিপাকে পড়েছে। সৃষ্ট বন্যায় লক্ষ্য পূরণ হয়নি।করোনার শুরু থেকে উত্তর কোরিয়া দাবি করে আসছে, কোনো সংক্রমণ নেই। কিন্তু আসলে যে বিষয়টি তেমন নয়; তা কিমের কথা থেকে বোঝা যাচ্ছে। কিছুদিন আগে প্রথমবারের মতো তিনি স্বীকার করেন, তার দেশে খাদ্য সংকট চলছে।উত্তর কোরিয়ায় ঠিক কী হয়, তার সবটা কখনোই জানা যায় না। কয়েক মাস ধরে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, দেশটিতে দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে। ওদিকে করোনার কারণে সীমান্ত বন্ধ।আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে ওই সময় ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয় দেশটিতে।খবর : বিবিসি।