নারদ মামলায় ৫ হাজার রূপি জরিমানা দিয়ে হলফনামা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
নারদ ঘুষ কেলেঙ্কারি মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হলফনামা নিয়েছেন কলকাতা হাইকোর্ট। তবে তার আগে মমতার কাছ থেকে আদায় করা হয়েছে পাঁচ হাজার রুপি জরিমানা। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকও জরিমানা দিয়ে হলফনামা দাখিল করেছেন। আগামী ১৫ জুলাই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে এ মামলার পরবর্তী শুনানি হবে।এর আগে মমতা ও মলয় কলকাতা হাইকোর্টে নারদ মামলায় তাঁদের বক্তব্য পেশের জন্য হলফনামা জমা দিতে ব্যর্থ হন। পরে তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন করেন। ওই সময় সুপ্রিম কোর্ট এ আবেদন শুনানির জন্য বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসুর সমন্বয়ে ডিভিশন বেঞ্চ গড়েন। ২২ জুন এ বেঞ্চে মমতার আবেদনের শুনানির তারিখ নির্ধারিত ছিল। কিন্তু এই ডিভিশন বেঞ্চের বিচারপতি অনিরুদ্ধ বসু শুনানি গ্রহণে আপত্তি জানালে নতুন করে বিচারপতি বিনীত শরণ ও বিচারপতি দীনেশ মহেশ্বরীকে নিয়ে ডিভিশন বেঞ্চ গঠন করেন সুপ্রিম কোর্ট। ওই বেঞ্চ হলফনামা গ্রহণ করতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টকে।একই সঙ্গে নারদ মামলাটি কলকাতার আদালত থেকে অন্য কোনো রাজ্যের আদালতে স্থানান্তর করার আবেদন করেছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এ আবেদন খারিজ হয়ে গেছে।আজ কলকাতা হাইকোর্টের শুনানিতে হলফনামা প্রদানে বিলম্বের কারণে মমতা, মলয় ঘটক ও রাজ্য সরকারকে পাঁচ হাজার রুপি করে জরিমানা করা হয়। জরিমানা দেওয়ার পর নেওয়া হয় হলফনামা। একই সঙ্গে সিবিআইকে আগামী ১০ দিনের মধ্যে পৃথক হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।