চার জেলায় আ.লীগ নেতা বহিষ্কার
এইদেশ এইসময়, ঢাকা : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের চার জেলার কয়েকজন নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস্কান্দার মির্জা বাচ্চু ও কোষাধ্যক্ষ শামসুল আলম খান। ময়মনসিংহ জেলার সদর উপজেলার আওয়ামী লীগ নেতা আফাজ সরকার, ফয়জুর রহমান ফকির। মানিকগঞ্জ জেলার সদর উপজেলার সভাপতি জালাল উদ্দিন আহমেদ ও মহিলা সম্পাদিকা সালেহা ইসলাম। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন।
Posted in: জাতীয়