জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ দল
পোষ্টের সময়ঃ 3:43 pm, June 30, 2021 লেখকঃ Editor
২২ ঘণ্টার যাত্রা শেষে অবশেষে জিম্বাবুয়েতে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা থেকে কাতারের দোহা ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ হয়ে হারারে পৌঁছেছেন তাঁরা।হারারেতে এক দিনের কোয়ারেন্টিন করতে হবে খেলোয়াড়দের। কাল থেকেই নেমে পড়া যাবে অনুশীলনে। টেস্ট ওপেনার সাদমান ইসলাম অবশ্য ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি। তিনি হারারে পৌঁছাবেন আজ। সাকিব আল হাসানের সরাসরি যুক্তরাষ্ট্র থেকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।নতুন নিয়োগ পাওয়া শ্রীলঙ্কান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ দলের সঙ্গে যোগ দেন দোহা থেকে। আরেক নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স যোগ দেন জোহানেসবার্গ থেকে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও যোগ দিয়েছেন জোহানেসবার্গ থেকে। বাদবাকি কোচিং স্টাফ এক দিন আগেই হারারে পৌঁছে গেছেন।জিম্বাবুয়েতে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
Posted in: খেলা