ড. নাজনীন আহমেদকে জিএম কাদেরের অভিনন্দন
দেশের বরেণ্য অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ জাতিসংঘ উন্নয়ন প্রোগ্রাম (ইউএনডিপি) এর বাংলাদেশের কান্ট্রি ইকোনোমিস্ট হিসেবে যোগ দেওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।
আজ বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ড. নাজনীন আহমেদ ইউএনডিপি’র কান্ট্রি ইকোনোমিস্ট হিসেবে যোগ দেওয়ায় বাংলাদেশের টেকসই উন্নয়নে জাতিসংঘের নেওয়া প্রকল্পগুলো আরো গতিশীল হবে। একজন মেধাবী অর্থনীতিবিদ হিসেবে জাতির কল্যাণে অবদান রাখতে সমর্থ হবেন।
অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, ড. নাজনীন আহমেদ ইতিপূর্বে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর রিচার্স ফেলো, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে গঠিত অর্থনীতিবিদ প্যানেলের সদস্য হিসেবে যে দক্ষতার প্রমাণ দিয়েছেন আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের সামষ্টিক অর্থনীতি, শ্রমবাজার, শিল্প খাত, আন্তর্জাতিক বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, জেন্ডারসহ বিভিন্ন বিষয়ে তাঁর দীর্ঘদিনের গবেষণা জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ইউএনডিপিতে সদ্য নিযুক্ত বাংলাদেশের কান্ট্রি ইকোনোমিস্ট ড. নাজনীন আহমেদ এর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।