ভারতের বিপক্ষে কাউকে বিশ্রাম দিতে চান না রুট
ক্রিকেটারদের বিশ্রাম ও পরিবারের সঙ্গে সময় কাটানো নিশ্চিত করতে রোটেশন পদ্ধতি গ্রহণ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সব তারকা ক্রিকেটাররা একইসঙ্গে খেলছেন না। এর মাশুলও দিতে হয়েছে। ফলাফল হিসেবে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজ হার। এবার তাদের সামনে কঠিন প্রতিপক্ষ ভারত। এই সিরিজে কাউকে বিশ্রাম দিতে রাজি নন রুট।
ইংলিশ অধিনায়কের মতে, ভারতের বিপক্ষে ৫ ম্যাচের সেই সিরিজে দলের কোনো ক্রিকেটারকে শুধু মাত্র ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর বদলে সেরা দলই নামানো উচিত। এক সাক্ষাৎকারে রুট বলেন, ‘এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যখন ঘুরিয়ে ফিরিয়ে খেলার নিয়মকে সরিয়ে রাখা দরকার। সবাই যদি সুস্থ থাকে তা হলে সেরা দল নিয়েই নামা উচিত। সামনের সিরিজের জন্য আমি খুব উত্তেজিত।’
ইংল্যান্ড দলের ক্রিকেটারদের টানা খেলার পরিশ্রম থেকে বিরত রাখার জন্য অনেক সময় সুস্থ থাকলেও বিশ্রামে পাঠিয়ে দেওয়া হয়। এই নিয়মের কারণেই বহু ম্যাচে জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডকে একসঙ্গে খেলানো হয় না। রুট বলেন, ‘দুটি দুর্দান্ত দলের বিপক্ষে ১০টি টেস্ট খেলব আমরা। কঠিন লড়াইয়ের মুখোমুখি হব। সেখানে দলের সকলে যদি সুস্থ থাকে তা হলে সেরা দল নিয়েই নামব।’
দেশের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে খেলার সুযোগ পায়নি ইংল্যান্ড। এই দুঃখ নাকি রুট এখনও ভুলতে পারেননি। তিনি আরও বলেন, ‘দর্শক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখা বেদনাদায়ক। আমাদের কাছে সুযোগ ছিল, কিন্তু পারিনি। পরেরবার আরও ভালো ক্রিকেট খেলে আমরা ফাইনালে পৌঁছতে চাই। সেই জন্য সেরা ক্রিকেটারদেরই দলে চাই।’