বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » অজিদের বিপক্ষে ৭ দিনে ৫ ম্যাচ খেলতে হবে টাইগারদের!

অজিদের বিপক্ষে ৭ দিনে ৫ ম্যাচ খেলতে হবে টাইগারদের! 

172653aus

সবকিছু ঠিক থাকলে চলতি জুলাই মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। যদিও সেই দলে স্মিথ-ওয়ার্নারসহ বেশ কজন বড় তারকা থাকছেন না। সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশে অ্যারন ফিঞ্চদের অবস্থান দীর্ঘ হবে না। মাত্র এক সপ্তাহের মধ্যেই নাকি সবগুলো ম্যাচ আয়োজন করা হবে!

বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমরা কাজ করছি। এখন পর্যন্ত সব কিছু নিশ্চিত আছে। ওরা যাই চাচ্ছে আমরা তা করার চেষ্টা করছি। প্রায় সব কাজই শেষ। ৯০-৯৫% কাজ হয়ে গেছে। আমরা ধরে নিতে পারি যদি ভবিষ্যতে খুব খারাপ কিছু না হয় তাহলে ওরা আসবে। ওরা যেই সব সুযোগ সুবিধা চাইছে সেগুলো আমরা সম্পূর্ণ করছি।’

সব মিলিয়ে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে অবস্থান ১০ দিনের বেশি হবে না। দেশে করোনা পরিস্থিতি খারাপ হলেও অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই। সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ২ আগস্ট থেকে শুরু হয়ে ৮ আগস্ট সিরিজ শেষ হয়ে যাবে। আকরামের ভাষায়, ‘অস্ট্রেলিয়া সূচি ২ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে ৫টা টি-টোয়েন্টি খেলব। একই ভেন্যু, সেটা মিরপুরে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone