সঠিক উপায়ে শ্যাম্পু করছেন তো?
লাইফস্টাইল ডেস্ক : অনেকেই জানেন না কোন উপায়ে শ্যাম্পু ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে। ভালো ফলাফল পেতে হলে শ্যাম্পু ব্যবহারে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। আসুন জেনে নেয়া যাক সঠিক উপায়ে শ্যাম্পু ব্যবহারের নিয়ম।
শ্যাম্পু করার আগে চুল ভালোমতো আঁচড়ে নিন। আঁচড়ে নিলে শ্যাম্পু করার সময় চুল জট পাকাবে না। শ্যাম্পু চুলে দেয়ার আগে শ্যাম্পুর সঙ্গে পানি মিশিয়ে নিন অথবা চুল ভিজিয়ে নিন। এতে প্রচুর ফেনা তৈরি হবে সেইসঙ্গে শ্যাম্পুর ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকে চুলকে রক্ষা করা যাবে।
আঙ্গুলের ডগা দিয়ে ঘষে ঘষে চুল পরিষ্কার করুন। চুলের গোড়ায় নখ লাগাবেন না, নখ লাগালে চুল উঠে যায়। শ্যাম্পু করার সময় হালকা গরম পানি ব্যবহার করুন। চুল বেশি ময়লা হলে দুইবার শ্যাম্পু করুন।
চুল নরম ও কোমল রাখাতে শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার লাগান। কন্ডিশনার লাগানোর সময় সতর্ক থাকতে হবে, চুলের গোড়ায় যেন না লাগে।
চুলে কন্ডিশনার লাগিয়ে ২ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
সবশেষে পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে, খেয়াল রাখতে হবে চুলে যেন শ্যাম্পু এবং কন্ডিশনার লেগে না থাকে।
সঠিক উপায়ে শ্যাম্পু ব্যবহার করে চুল রাখুন ঝরঝরে, নরম ও কোমল।