মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন আসবে কাল : স্বাস্থ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ ডোজ করোনার ভ্যাকসিন আসবে দেশে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব ভ্যাকসিন আসবে। আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাহিদ মালেক জানান, শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরিত মডার্নার মোট ২৫ লাখ ডোজ ভ্যাকসিনের প্রথম ডোজ হিসেবে প্রায় ১২ লাখ কভিড-১৯ ভ্যাকসিন আসবে। ৩ জুলাই সকালে বাকি ১৩ লাখ ডোজ ভ্যাকসিন আসবে।
Posted in: জাতীয়