ম্যালেরিয়ামুক্ত চীন : ডাব্লিউএইচও
বিশ্বের ৪০তম অঞ্চল হিসেবে চীনকে ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । সাত দশকের চেষ্টায় চীন নিজেদের ভূখণ্ড থকে মশাবাহিত এ রোগটি দূর করতে পেরেছে। ডাব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, ‘চীনকে ম্যালেরিয়ামুক্ত করায় দেশটির জনগণকে আমরা অভিনন্দন জানাই। কয়েক দশক ধরে সুনির্দিষ্ট লক্ষ্য ও কার্যকর উদ্যোগের জেরে তারা এ সফলতা পেয়েছেন। এ ঘোষণার মধ্য দিয়ে চীন সেসব দেশের তালিকায় যুক্ত হলো, যারা ভবিষ্যতে ম্যালেরিয়ামুক্ত বিশ্ব গড়ার পথে বাস্তব লক্ষ্যকে এগিয়ে নিচ্ছে।’ চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি নিজেদের শাসনকালের ১০০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। এসময় ম্যালেরিয়ামুক্ত দেশের এ স্বীকৃতিকে নিজেদের বিশাল অর্জন হিসেবে তুলে ধরছে চীন সরকার। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চীনের ক্ষমতাসীন দল ও সরকার সব সময়ই দেশটির জনগণের স্বাস্থ্য, নিরাপত্তা ও উন্নতিতে প্রাধান্য দিয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, কোনো দেশ কিংবা ভূখণ্ডে পর পর তিন বছর ম্যালেরিয়া রোগী শনাক্ত না হলে ‘ম্যালেরিয়ামুক্ত দেশ’ হিসেবে স্বীকৃতির জন্য তারা আবেদন করতে পারে। টানা চার বছর ধরে কোনো ম্যালেরিয়া রোগী শনাক্ত না হওয়ায় ২০২০ সালে চীন এ আবেদন করে।