বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মিরপুরে কমেনি ঘোরাঘুরি, আজও আটক ৩০

মিরপুরে কমেনি ঘোরাঘুরি, আজও আটক ৩০ 

174646345779

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধি-নিষেধ অমান্য করে অকারণে ঘর থেকে বের হওয়ায় রাজধানীর মিরপুরে ৩০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে তাদের আটক করা হয়।

এর আগে, গতকাল লকডাউনের প্রথম দিনে অকারণে ঘোরাঘুরি করায় মিরপুর থেকে শতাধিক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ।

শুক্রবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, কাফরুল থানাসহ অন্যান্য এলাকা থেকে ৩০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় বের হওয়ায় মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করেছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone