বিপাশার নতুন প্রেমিক হারমান
বিনোদন ডেস্ক : প্রথমে ‘রাজ’ ছবির সহ-অভিনেতা দিনো মোরিয়ার সঙ্গে ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা ছয় বছর প্রেম তারপর তাঁর জীবনে আসেন জন আব্রাহাম। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘জিসম’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে জনের প্রেমে পড়েন বিপাশা। নয় বছর চুটিয়ে প্রেম করেছে এ জুটি। দীর্ঘদিন এক ছাদের নিচেও বসবাস করেছেন এ জুটি। কিন্তু শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায় তাদের সম্পর্ক। ২০১১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন জন ও বিপাশা।কিন্তু দমে যাওয়ার পাত্রী নন বিপাশা।এবার চুটিয়ে প্রেম করছেন বলিউডের আরেক উদীয়মান তারকা হারমান বাওয়েজার সঙ্গে।সম্প্রতি এমন খবর নিশ্চিত করেছেন ‘লাভ স্টোরি ২০৫০’ তারকা হারমান।বিপাশাও হারমানকে মনের মানুষ বলে স্বীকৃতি দিয়েছেন।বলেছেন আমি হারমানের ভালোবাসায় ডুবে আছি। নিজের প্রেম নিয়ে খোলামেলা লিখেছেন নিজের টুইটার বার্তায়। সম্প্রতি এমন খবর জানিয়েছে হিন্দুস্থান টাইমস।
জানা গেছে, চলতি বছরের যে কোনো সময় সাতপাকে বাঁধা পড়বেন বিপাশা-হারমান জুটি ।