বর্ষায় চুল পড়া সমস্যা দূর করার সহজ উপায়
এখন চলছে বর্ষাকাল। বর্ষাকাল মানেই অনেকের চুলের বাজে অবস্থা তৈরি হওয়ার সময়।বর্ষাকালে চুল পড়ার সমস্যা কমবেশি সবারই হয়।একদিন শ্যাম্পু না করলেই তেল তেলে হয়ে যাচ্ছে চুলের গোড়া। চুলে চিরুনি ছোঁয়ালেই গুচ্ছ গুচ্ছ চুল ঝড়ে পড়তে থাকে। অনেকেরই ধারণা, চুলের তেল তেলে ভাব দূর করতে শ্যাম্পুই একমাত্র কার্যকর সমাধান, এটি ভুল। কারণ, একদিন না যেতেই আবার সেই সমস্যা ফিরে আসবে। সেজন্য চুলের যত্ন নিতে হবে। চলুন জেনে নিই বর্ষাকালে চুল পড়া সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন-
#. ঘরোয়া পদ্ধতিতে চুল পড়ে যাওয়া ঠেকাতে খুব ভালো কাজ করে মধু ও ডিম। এই দুইয়ের মিশ্রণ ৩০ মিনিট করে মাথায় লাগিয়ে ধুয়ে ফেলার পর চুল অনেকটা ভালো থাকে। উজ্জ্বলতাও বাড়বে। এই কয়েকটি ঘরোয়া যত্ন নিলেই বর্ষাতে আপনার চুলের ঝড়ে যাওয়া অনেকটা কমে যাবে।