বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ভারত দ্বিতীয় সারির দল পাঠায়নি’- লঙ্কান বোর্ডের বিবৃতি

ভারত দ্বিতীয় সারির দল পাঠায়নি’- লঙ্কান বোর্ডের বিবৃতি 

143639india

এই মুহূর্তে ভারতের দুটি দল দুই মহাদেশে আন্তর্জাতিক সিরিজ খেলতে গেছে। বিরাট কোহলির নেতৃত্বাধীন তারকাবহুল মূল দলটি আছে ইংল্যান্ডে। সেখানে তারা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। আর শিখর ধাওয়ানের নেতৃত্বে আরেকটি দল আছে শ্রীলঙ্কা সফরে, নিশ্চিতভাবেই যা দ্বিতীয় সারির দল। এটাই মানতে পারছেন না শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। গতকাল তিনি বলেছেন, ভারত দ্বিতীয় সারির দল পাঠিয়ে লঙ্কান বোর্ডকে অপমান করেছে।

তবে রানাতুঙ্গার এই অভিযোগ মানতে রাজি নয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এক বিবৃতিতে তারা বলেছে, ‘বিভিন্ন পক্ষের দাবি থাকা সত্ত্বেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ঘোষণা করছে যে ভারতের ২০ সদস্যের দলের ১৪ জনের তিন সংস্করণ বা কোনো সংস্করণে খেলার অভিজ্ঞতা আছে। এটি কোনো দ্বিতীয় সারির দল নয়। বিশ্ব ক্রিকেটে এটাই এখন স্বাভাবিক। বিশেষ করে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো সব সংস্করণের জন্যই আলাদা দল প্রস্তুত রাখে।’

২০১৭ সালের পর এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেছে ভারত। ১৩ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কা ও ভারতের ৩ ওয়ানডের সিরিজ, এরপর আছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে রানাতুঙ্গা বলেছিলেন, ‘এটা দ্বিতীয় সারির ভারতীয় দল এবং তাদের এখানে সফরে আসা আমাদের ক্রিকেটের জন্য অপমান। আমি দায় দেব বর্তমান ক্রিকেট প্রশাসনকে, টিভিতে খেলা দেখিয়ে আয় করার জন্য তারা এতে রাজি হয়েছে। ভারত তাদের সেরা দল পাঠিয়েছে ইংল্যান্ডে, আর দুর্বলতর দল পাঠিয়েছে এখানে। আমাদের বোর্ডকেই এই দায় নিতে হবে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone