টলিউড সিনেমায় অভিষেক হচ্ছে মিথিলার?
খুব শিগগিরি টলিউডে পা রাখতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রাশিদ মিথিলা। শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন টলিউড নির্মাতা রাজর্ষি দে। সেই সিনেমায় অভিনয় করবেন মিথিলা। রাজর্ষির পরিচালনায় এই সিনেমায় পা রাখতে চলেছেন মিথিলা।
মিথিলা যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রে আগে অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। অজ্ঞাত কারণে তিনি সরে যাওয়ায় সেই চরিত্রে সম্ভবত অভিনয় করবেন মিথিলা। রাজর্ষি মানেই তারকাখচিত ছবি। ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র বেশির ভাগ অভিনেতা এই ছবিতেও অভিনয় করবেন। থাকবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সিনোমার বড় অংশের শ্যুটিং কলকাতাতেই হবে বলে জানা গিয়েছে।
এদিকে পরিচালক বলছেন, ‘আমি গত বছরের শেষ দিকে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র শ্যুট শেষ করি। চলতি বছরের শুরুতে ছবি মুক্তির কথা ছিল। লকডাউনের কারণে সেটি পিছিয়ে গিয়েছে। সেই ছবি মুক্তির আগেই নতুন ছবিতে হাত দেওয়ার কথা ভাবছি না।’ পাশাপাশি, মিথিলাকে নিয়েও কোনও কথা বলেননি পরিচালক।