বাংলাদেশসহ ১৪ দেশের আরব আমিরাত ভ্রমণে নিষেধাজ্ঞা
বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া। ভ্রমণ মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করোনা সম্পর্কিত সব সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার ব্যাপারে জোর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
Posted in: আর্ন্তজাতিক