বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » নিজামীর মামলায় নতুন করে যুক্তিতর্ক শুরু ১০ মার্চ

নিজামীর মামলায় নতুন করে যুক্তিতর্ক শুরু ১০ মার্চ 

Jamaat_chief_Motiur_Rahman_Nizami_535037_0

আদালত প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন করে যুক্তিতর্ক গ্রহণ করা হবে। আগামী ১০ মার্চ যুক্তিতর্কের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার সকালে এ তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগে অভিযোগ গঠন করা হয়। গত ২০ নভেম্বর বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের প্রথম ট্রাইব্যুনাল মতিউর রহমান নিজামীর পক্ষের যুক্তিতর্ক ক্লোজ করে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখার আদেশ দেন।

পরবর্তীতে বিচারপতি এটিএম ফজলে কবীর অবসরে গেলে এ মামলার রায় আটকে পড়ে। নবনিযুক্ত চেয়ারম্যান বিচারতি এম ইনায়েতুর রহিমের যোগদানের মধ্য দিয়ে আজ ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম শুরু হলো।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone