বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সমুদ্র ও উপকূলীয় এলাকায় লকডাউন নিশ্চিতে কাজ করছে নৌবাহিনী

সমুদ্র ও উপকূলীয় এলাকায় লকডাউন নিশ্চিতে কাজ করছে নৌবাহিনী 

165933155414

করোনাভাইরাস সংক্রমণরোধে বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে সমুদ্র ও উপকুলীয় এলাকায় সর্বাত্মক লকডাউন নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। এসকল এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌসদস্যরা অপ্রয়োজনীয় চলাচল রোধ, মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে গৃহীত সকল কার্যক্রমে অসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে।

kalerkantho

ইতিমধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চল হতে ৬টি কন্টিনজেন্ট ভালা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দ্বীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় কাজ করছে। অন্যদিকে খুলনা নৌ অঞ্চল হতে ২টি কন্টিনজেন্ট মোংলা বাগেরহাট, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা এবং তালতলী উপজেলায় কাজ করছে।

kalerkantho

আইএসপিআর জানিয়েছে,  ‘In Aid to Civil Power’ এর আওতায় সরকারের নির্দেশনায় গত ১ জুলাই ২০২১ হতে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone