ম্যাচ জিতেও মেসিদের মুখে মাঠের সমালোচনা
ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। তাদের সামনে শিরোপা জয়ের হাতছানি। কোপার শুরু থেকেই সমালোচনার শীর্ষে আছে আয়োজক দেশ ব্রাজিলের মাঠগুলো। প্রায় প্রতিটি মাঠই অসমতল এবং খানাখন্দে ভরা। এটা নিয়ে ফুটবলার থেকে শুরু করে বিভিন্ন দলের কোচ পর্যন্ত অভিযোগ করেছেন। ব্রাজিল কোচ তিতেকে তো জরিমানাই গুনতে হয়েছে। আজ ম্যাচ শেষে একই সমালোচনা করলেন আর্জেন্টাইন ফুটবলাররা।
কোপার ম্যাচ চলাকালীনই দেখা যাচ্ছে, খেলোয়াড়দের বুটের সঙ্গে উঠে যাচ্ছে ঘাস। যে কারণে ফুটবলে অসমান বাউন্স হচ্ছে। এতে নষ্ট হচ্ছে খেলার স্বাভাবিক ছন্দ। আজকের ম্যাচ শেষে ইকুয়েডরের জালে এক গোল দেওয়া লাউতারো মার্টিনেজ মাঠ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন, ‘খেলার মাঠে অনেক অসুবিধা থাকলেও, আমরা চেষ্টা করেছি নিজেদের সেরাটা দিতে এবং ভালো একটা ম্যাচ খেলতে। আমরা ভালো করেছি। এখন আমাদের বিশ্রাম নিয়ে কলম্বিয়ার কথা ভাবতে হবে। তারা কঠিন প্রতিপক্ষ।’
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে এক গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের শেষে এই মহাতারকার মুখেও শোনা গেল ব্রাজিলের মাঠের সমালোচনা। তিনি বলেন, ‘আমরা খেলার চেষ্টা করি, মাঝে মধ্যে পারি। মাঠ থেকে খুব একটা সুবিধা পাওয়া যায় না। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেললাম। আমাদের অন্যতম লক্ষ্য ছিল সেরা চারে থাকা। এখন আমাদের বিশ্রাম নিতে হবে। কারণ পরের ম্যাচের আগে বেশি সময় নেই।’