বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » নির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দোলন : রিজভী

নির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দোলন : রিজভী 

shumon

প্রধান প্রতিবেদক : বিএনপি’র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ সতর্ক করে দিয়ে বলেছেন, দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন যদি সুষ্ঠু না হয় তবে কঠোর আন্দোলনের মাধ্যেমে দেশ উত্তাল করে দেওয়া হবে। আগামীকালের নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে সরকার ইতিমধ্যে দলীয় ক্যাডার দিয়ে দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় বিএনপি’র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মাধ্যমে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত করার কোনো উদ্যোগ নেই নির্বাচন কমিশনের। আমাদের নেতা-কর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটক করা হচ্ছে। প্রার্থীদেরকে হয়রানি করা হচ্ছে। যা কোনো সুষ্ঠু নির্বাচনের বৈশিষ্ট্য নয়। অথচ এই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো উদ্যোগ নেই।

তিনি আরো বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি’র জনসমর্থন দেখে নেতিবাচক প্রভাব ফেলতেই সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে প্রার্থীদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে আমাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের পুলিশ অন্যায়ভাবে আটক করছে। নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে তবে শতকরা ৯৫ ভাগ ফলাফল বিএনপি’র পক্ষে আসবে বলেও তিনি দাবি করেন।

ক্রসফায়ারে নিহত জেএমবি সদস্য রাকিব আহমেদের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার আগেই তাকে ক্রসফায়ারে হত্যা করা রহস্যজনক। এ সময় তিনি আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন এবং জঙ্গিদের আশ্রয়দাতা হিসেবেও উল্লেখ করেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone