ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৯
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশাতাধিক। ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেনজানা এক বিবৃতিতে জানান, ৯২ জন আরোহী নিয়ে সামরিক বাহিনীর সি-১৩০ মডেলের পরিবহন বিমানটি সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় বিধ্বস্ত হয়। বিমানের আরোহীদের বেশিরভাগই সেনা সদস্য। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশের জোলো দ্বীপে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। দুর্ঘটনার পর সেখান থেকে ৪০ জনকে জীবিত উদ্ধারের করা হয়েছে।দুর্ঘটনার শিকার বিমানের আরোহীদের অনেকে সম্প্রতি সামরিক বাহিনীর প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে তাদেরকে দক্ষিণাঞ্চলের দ্বীপে নেওয়া হচ্ছিল। দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ হিসেবে আখ্যায়িত করে ফিলিপাইনের সামরিক বাহিনীর প্রধান বলেছিলেন, ‘উদ্ধার তৎপরতা চলছে, আরও অনেককে যাতে জীবিত উদ্ধার করা যায় সে জন্য আমরা প্রার্থনা করছি।’ খবর : এএফপি।