টিকা নিবন্ধনের বয়সসীমা কমছে
দেশে করোনার টিকা পেতে নিবন্ধনের সর্বনিম্ন বয়সসীমা ৩৫ বছর করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার অধিপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, নিবন্ধন চালু করে সারাদেশে আবারও গণটিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। খুরশীদ আলম বলেন, ‘দু-চার দিন পর নিবন্ধন শুরু হবে আবার। টিকা পেতে সর্বনিম্ন বয়সসীমা ৩৫ বছরে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে টিকা পেতে সর্বনিম্ন বয়সসীমা ছিল ৪০। ইতোমধ্যে প্রবাসী কর্মী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অগ্রাধিকার তালিকায় রেখে টিকাদান কর্মসূচি চালু করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্প্রতি কোভ্যাক্সের পাঠানো মডার্নার ২৫ লাখ ও সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ডিসেম্বর নাগাদ বাংলাদেশ বিভিন্ন উৎস থেকে ১০ কোটি ডোজ টিকা পাবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে বা তার পরে জনজন অ্যান্ড জনসন থেকে আরও সাত কোটি ডোজ টিকা পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।