বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বাবরকে ‘ডট বল’ খেলা কমাতে বললেন ওয়াসিম আকরাম

বাবরকে ‘ডট বল’ খেলা কমাতে বললেন ওয়াসিম আকরাম 

15324899

আন্তর্জাতিক কিংবা ফ্যাঞ্জাইজি ক্রিকেট, সব জায়গায় রানের বন্যা বসিয়ে যাচ্ছেন পাকিস্তানের তারকা বাবর আজম। তিন ফরম্যাটেই সমানতালে ব্যাট হাতে রাজত্ব করছেন পাকিস্তানের অধিনায়ক। তবে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তার ডট বল বেশি খেলার প্রবণতা নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই আলোচনার রেশ ধরেই এবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

রবিবার কাশ্মীর প্রিমিয়ার লিগের (কেপিএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে আলাপকালে ওয়াসিম আকরাম টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর আজমের ‘ডট বল পার্সেন্টেজ’ কমাতে বলেন।

পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান ব্যাটসম্যানদের আরো বিকাশের তাগিদ দিয়েছেন ‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম আকরাম।

আকরাম আরো বলেন, ‘তাদের (পাকিস্তানের ব্যাটসম্যানদের) বিশ্বের শীর্ষ ব্যাটসম্যানদের দিকে তাকাতে হবে এবং তারা কীভাবে তাদের খেলার উন্নতি ঘটায় তা শিখতে হবে। আমাদের কাছে বাবর আজম রয়েছে এবং রিজওয়ানও ভালো ছন্দে আছেন, তবে আমি মনে করি বাবরের প্রথম ছয় ওভারে তার ডট বল খেলার শতাংশে উন্নতি দরকার। খেলোয়াড়দের আরো বিকশিত হওয়া দরকার বিশেষত যেখানে এত পরিমাণে টি-টোয়েন্টি ক্রিকেট খেলা হয়।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone