বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মালয়েশিয়ার মাটিতে বিপদগ্রস্ত হয়ে পড়ছেন বাংলাদেশী শ্রমিকেরা

মালয়েশিয়ার মাটিতে বিপদগ্রস্ত হয়ে পড়ছেন বাংলাদেশী শ্রমিকেরা 

mal-ai

রোকন উদ্দিন, মালয়েশিয়া থেকে ফিরে : বিদেশের মাটিতে দিনে দিনে বিপদগ্রস্থ হয়ে পড়ছেন বাংলাদেশীরা । বিদেশী শ্রমিক ও নিয়োগকারীদের ধরতে অভিবাসন বিভাগ এবং পুলিশসহ বিভিন্ন সংস্থা মালয়েশিয়া জুড়ে যৌথ অভিযান । এতে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী শ্রমিকরা বিপদগ্রস্থ হচ্ছেন । আদব ব্যবসাহিদের চক্রে পড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়ায় পাড়ি দেয়ার পরও এতটুকু শান্তি পাচ্ছেন না শ্রমিকরা । এক দিকে শ্রমিকদের কাজের চাপ অন্য দিকে মালয়েশিয়া পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথ অভিযানের চাপে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশী শ্রমিকরা দিশে হারা হয়ে পড়েছেন । দেশটিতে থাকা বাংলাদেশী শ্রমিকরা সাংবাদিকদের জানান, ০৩ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে মালয়েশিয়ায় আসার পরও কোন বৈধ কাগজ পত্র হাতে না পেয়ে চরম অশান্তি বিরাজ করছে তাদের জীবনে । তারা আরও জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেদেশে অবস্থান, বৈধ কাগজপত্র ছাড়াই সেদেশে গমনসহ বিভিন্ন অভিযোগ ওই বিদেশী শ্রমিকদের আটক করা হচ্ছে ।
অপর দিকে ৫৫৫টি পাসপোর্ট চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তদন্ত আদালত গঠন করা হয়েছিল । তার কোন অগ্রগতি না থাকার কারনে বাংলাদেশী শ্রমিকরা হতাশায় দিন কাটাচ্ছে । মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশী শ্রমিকদের কাদের পাসপোর্ট চুরি হয়েছে বাক্তিগতভাবে তাও তারা এখনো জানতে পারেনি । অন্যদিকে পুলিশের হাতে কখন ধরা পড়ে যায় সেই প্রতিক্ষায় প্রতিটি মুহূর্তে তাদের মাঝে একটা ভয় বিরাজ করছে ।
এমতাবস্থায়, বাংলাদেশ সরকারের নিকট মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী শ্রমিকদের আকুল আবেদন যাতে সে দেশে কর্মরত অবস্থায় তারা বৈধ কাগজ পত্র পেতে পারে তার জন্য সবিনয় অনুরোধ করেছে ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone