ব্যাংককে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে নিহত ১ জন ও আহত ২৭ জন
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে আগুন লেগে সোমবার এক দমকলকর্মী নিহত এবং ২৭ জন আহত হয়েছে।
শহরের ৩৫ কিলোমিটার (২১ মাইল) দূরে ঘন কালো ধোঁয়া আকাশের দিকে উঠতে দেখা যায়, উদ্ধারকারীরা ঘটনাস্থলের কাছাকাছি বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। ব্যাংককের উপকণ্ঠে ব্যাংপ্লি জেলায় অবস্থিত সুবর্ণভূমি বিমানবন্দরের কাছে তাইওয়ান ভিত্তিক মিং দহ কেমিক্যাল কোম্পানীতে ভোররাত ৩ টার দিকে এই বিস্ফোরণ ঘটে। জেলার প্রধান সোমসাক কাওসেনা বলেন, ‘আমরা ২৭ জন আহতকে পেয়েছি, যাদের বেশিরভাগ কেটে আহত হয়েছে এবং একজন দমকলকর্মীর মরদেহ পেয়েছি।’ এ পর্যন্ত ৫০০ বাসিন্দাকে দু’টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়াা হয়েছে। দুপুরের মধ্যে বয়স্ক বাসিন্দাদের হুইল চেয়ারে করে প্রায় ৯ কিলোমিটার দূরের একটি স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আম্পান বুয়াারুবপর্ন বলেন, জনসাধারণকে বিস্ফোরণস্থলের আশেপাশে কমপক্ষে ৫০০ মিটার ব্যাসার্ধ পর্যন্ত দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বিস্ফোরণের কারণ জানা যায়নি। খবর : এএফপি।