ইন্দোনেশিয়ায় অক্সিজেন সংকটে ৬৩ করোনা রোগীর মৃত্যু
ইন্দোনেশিয়ায় অক্সিজেন দিতে দেরি হওয়ার প্রাণ হারালেন ৬৩ করোনা রোগী।দেশটির জাভা প্রদেশের ইয়গ্যাকারতা শহরে অক্সিজেন সংকটে সপ্তাহ শেষে ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।হাসপাতালের পরিচালক রুকমিনো শিষ্যশান্ত রোববার এক বিবৃতিতে বলেন, অবশেষে আমরা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে পেরেছিলাম। ইয়গ্যাকারতা পুলিশ প্রশাসনও আমাদের ১০০টি সিলিন্ডার দিয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।ইন্দোনেশিয়ার ড. সারজিত জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেনের যোগান দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু শেষমেশ তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রাণ হারায় ৬৩ জন অসহায় করোনা রোগী। সিলিন্ডার পাল্টাতে কালক্ষেপণ হওয়ায় এমনটি ঘটেছে।