শচীন নয়; একবিংশ শতকের সেরা ক্রিকেটার ক্যালিস!
কিছুদিন আগেই একবিংশ শতকের সেরা টেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হয়েছিলেন শচীন টেন্ডুলকার। ভারতের অন্যতম সেরা ক্রিকেটারের গৌরবের মুকুটে যুক্ত হয়েছিল সাফল্যের নতুন এক পালক। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ টেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হয়েছিলেন মাস্টার ব্লাস্টার। স্টার স্পোর্টসের ধারাভাষ্যকারের প্যানেল ও সমর্থকরা মিলে ভারতের কিংবদন্তি ক্রিকেটারকে সেরা নির্বাচিত করেছিলেন। মোট ৫০ জনকে নিয়ে তৈরি হয়েছিল এই প্যানেল।
এবার তাদের সকলকে ভুল প্রমাণ করার চেষ্টা করলেন ভারতের ধারাভাষ্যকার আকাশ চোপড়া! তার মতে, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ টেস্ট ব্যাটসম্যান শচীন নন। তিনি প্রথমে শচীনের হয়ে ভোট দিয়েছিলেন ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে যখন তিনি সবটা বিবেচনা করলেন, তখন তিনি বুঝতে পেরেছেন যে শচীনকে সেরা টেস্ট ব্যাটসম্যান বলা ভুল হবে। তিনি নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয় সম্পর্কে বিশ্লেষণ করেন। তার মতে শচীন নন, জ্যাক ক্যালিস হলেন একবিংশ শতকের সেরা টেস্ট ব্যাটসম্যান।
যদিও ক্যালিসের রান সংখ্যা শচীনের থেকে অনেক কম, তবুও ক্যালিসকেই শচীনের থেকে এগিয়ে রেখেছেন আকাশ চোপড়া। প্রথমে শচীনকে ভোট দিলেও আকাশ পরে নিজের অবস্থান থেকে সরে আসেন। তার ভাষায়, ‘অনেক ভাবার পর, সবার পরিসংখ্যন ঘাঁটাঘাটি করার পর দেখেছি শচীনকে সেরা বলা ঠিক হবে না। কারণ জ্যাক ক্যালিস অনেকটা এগিয়ে আ্ছেন। আকাশ চোপড়ার এই মন্তব্য কিছুতেই মানতে পারছেন না শচীন ভক্তরা। বাইশ গজে তৈরি হয়েছে নতুন বিতর্ক।’