বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » লকডাউনে রাস্তায় নাটকের শুটিং, পরিচালকসহ ১২ জনকে নেওয়া হলো থানায়

লকডাউনে রাস্তায় নাটকের শুটিং, পরিচালকসহ ১২ জনকে নেওয়া হলো থানায় 

152115692935018

লকডাউনে রাস্তায় শুটিং করায় বেশ কয়েকজন শিল্পীকে রাজধানীর খিলগাঁও থানা পুলিশ আটক করে। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, পরিচালক নাসির উদ্দিন মাসুদ ১২ জনের মতো অভিনয়শিল্পী নিয়ে খিলগাঁওয়ের সি ব্লকে শুটিং করছিলেন। এ সময় প্রচুর ভিড় জমে যায়। পরে খিলগাঁও থানা পুলিশ তাদের নিয়ে আসে থানায়। এদের মধ্যে পরিচালক নাসিরউদ্দিন মাসুদসহ নাটকের চিত্রগ্রাহক ও কলাকুশলীরা ছিলেন। পুলিশ শুটিংয়ের অনুমতির কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি।

সোমবার সন্ধ্যায় খিলগাঁও থানায় অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর যান। তিনি বলেন, ‘আমি ঘটনা শুনে থানায় ছুটে যাই, পরে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার সহযোগিতায় মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনি।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁওয়ের সি-ব্লকে শুটিংয়ের সময় ভিড় হওয়ায় পরিচালকসহ ইউনিটের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। অনুমতির কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং হাউসের ভেতরে, টেলিভিশনের ছাড়পত্র নিয়ে টিভি নাটকের শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে কেউ কেউ বিধি ভেঙে লকডাউনের মধ্যে রাস্তাঘাটেও শুটিং করছেন বলে শোনা যাচ্ছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone