বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ চলছে

দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ চলছে 

Upazila_Election

এইদেশ এইসময়, ঢাকা : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ৫২টি জেলার ১১৫টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে।

১১৫টি উপজেলায় মোট ১ হাজার ৩৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৫০৫ জন। ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫১১ জন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩৩৬ জন।

এ সব এলাকায় মোট ভোটার ১ কোটি ৯৬ লাখ ৩ হাজার ৮৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ লাখ ৩৭ হাজার ৭৪১ জন, নারী ভোটার ৯৯ লাখ ১৩ হাজার ৪৩৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৮ হাজার ১৩৬টি, ভোটকক্ষ ৫৪ হাজার ৪৩৭টি। প্রিজাইডিং অফিসার প্রতি ভোটকেন্দ্রে একজন করে মোট ৮ হাজার ১৩৬ জন। সহকারী প্রিজাইডিং অফিসার প্রতি ভোটকক্ষের জন্য একজন করে মোট ৫৪ হাজার ৪৩৭ জন এবং পোলিং অফিসারের দায়িত্ব পালন করছেন ১ লাখ ৮ হাজার ৮৭৪ জন।

নির্বাচন কমিশন (ইসি) দ্বিতীয় ধাপে ১১৭ উপজেলার তফসিল ঘোষণা করলেও ২৭ ফেব্রুয়ারি ভোট হবে ১১৫ উপজেলায়। সীমানা জটিলতায় কক্সবাজারের মহেশখালী, চাঁদপুরের হাইমচর উপজেলার নির্বাচন স্থাগিত করেছে হাইকোর্ট। এদিকে নির্বাচনী উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।

নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর পাশাপাশি রয়েছে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone