গোবর দিয়ে বানানো রঙের ব্রান্ড অ্যাম্বাডেসর হলেন নিতীন
গরুর গোবর দিয়ে বানানো একটি রঙের ব্রান্ড অ্যাম্বাডেসর হিসেবে ঘোষণা করেছেন ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতীন গদকড়ি। তরুণ উদ্যোক্তাদের এই রঙ উৎপাদনে উৎসাহিত করতে এর প্রচার ও প্রসারে কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার খাঁটি প্রাকৃতিক পেইন্ট নামের একটি কারখানার উদ্বোধনী সভায় এসব কথা জানান ভারতীয় মন্ত্রী। গরুর গোবর দিয়ে ভারতে প্রথমবারের মতো রঙ উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছে খাঁটি প্রাকৃতিক পেইন্ট। জয়পুরে এই কারখানাটি থেকে উৎপাদন শুরু হচ্ছে। এর প্রশংসা করে নিতীন গদকড়ি বলেন, এই প্রযুক্তির উদ্ভাবন ভারতের প্রান্তিক এবং কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করায় ভূমিকা রাখবে।মঙ্গলবার নিজের বাড়িতে ব্যবহারের জন্য এক হাজার লিটার রঙের অর্ডার দিয়েছেন ভারতীয় মন্ত্রী নিতীন গদকড়ি। তিনি জানান, এই রঙ মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত নিজের বাড়িতে ব্যবহার করবেন।