রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত
রাশিয়ার পূর্বের কামচাটকা উপদ্বীপের নিকটবর্তী ওখটস্ক সাগরে একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৮ আরোহীর সবাই নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জুলাই) রাশিয়ার আন্তনোভ কোম্পানির তৈরি দুই ইঞ্জিনের টার্বোপ্রোপ এন-২৬ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি কামচাটকার প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়।পরে কামচাটকায় নিখোঁজ ওই যাত্রীবাহী বিমানের খোঁজ পাওয়া গেছে বলে জানান পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি এয়ার এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী আলেক্সি খারব্রভ।জরুরি পরিষেবার একটি সূত্র বিমানের ধ্বংসাবশেষ আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনায় কেউ বেঁচে নেই উল্লেখ করে সূত্রটি আরও জানায়, পাহাড়ে ধাক্কা লাগার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছিল।পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি এয়ার এন্টারপ্রাইজ এএম-২৬ বিমানটি ২২ জন যাত্রী এবং ছয় জন ক্রু নিয়ে পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে পালানায় যাচ্ছিল।