চীনের হুঁশিয়ারি, ‘তাইওয়ানে হস্তক্ষেপ মোটেই সহ্য করা হবে না’
তাইওয়ান ইস্যুতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। মঙ্গলবার বেইজিং বলেছে, কোনও দেশকে অঞ্চলটিতে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। সোমবার অঞ্চলটি নিয়ে জাপানের উপপ্রধানমন্ত্রী আসো তারো-র এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং। চীন সরকার তাইওয়ান দখল করলে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন জাপানের উপপ্রধানমন্ত্রী। ওই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে পরদিনই এ ইস্যুতে আনুষ্ঠানিক বক্তব্য দেয় বেইজিং। এতে আসো তারোর বক্তব্যকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করা হয়।বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেন, ‘আমরা কোনও দেশকে কোনওভাবেই তাইওয়ান প্রশ্নে হস্তক্ষেপ করতে দেবো না। জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় চীনের জনগণের দৃঢ় সংকল্পকে কারও অবমূল্যায়ন করা উচিত নয়। জাপানের উপপ্রধানমন্ত্রী আসো তারো-র মন্তব্য অত্যন্ত ভুল ও বিপজ্জনক। এসব বক্তব্য চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তি নষ্ট করবে। খবর : বিবিসি।