বরিশালে বিএনপি সমর্থিতরা ভোট বর্জন করেছে
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন লাবু (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ফেরদৌস (কলস) সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন।
তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের সমর্থকরা সকাল থেকেই ভোট কেন্দ্র দখল করে তাদের এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেয়। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দেয়া সত্ত্বেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি। তাই তারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
অপরদিকে উপজেলার কর্ণকাঠী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোটে সহায়তা করায় সহকারী প্রিজাইডিং অফিসার মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাইদুর রহমান রিন্টু (দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ নেওয়াজ (উড়োজাহাজ), মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম (হাঁস), আ’লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দা আতিয়া রহমান (প্রজাপতি) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।