কানাডার ইতিহাসে প্রথম আদিবাসী গভর্নর জেনারেল
কানাডার ৩০ তম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন মেরী সাইমন। যিনি দেশটির একজন আদিবাসী নারী। কানাডার ১৫৪ বছরের ইতিহাসে মেরী সাইমনই প্রথম আদিবাসী নারী যিনি এই পদে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটির ৩০ তম গভর্নর জেনারেল হিসেবে মেরী সাইমনের নাম ঘোষণা করেন।মেরী সাইমনকে এই পদে নিয়োগ দেয়ার জন্য প্রথমে সুপারিস করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পরে তার সুপারিসের প্রেক্ষাপটে কানাডার হেড অফ স্টেট রানী দ্বিতীয় এলিজাবেথ গভর্নর জেনারেল হিসেবে মেরী সাইমনের নিয়োগ অনুমোদন করেন। জাস্টিন ট্রুডো বলেন, কানাডার উচ্চপদে সিমনের মতো আরও নেতার প্রয়োজন রয়েছে। যারা কানাডার সত্যিকারের সমস্যাগুলি বুঝবেন এবং সে থেকে উত্তরণের সঠিক পদক্ষেপ নিবেন।