৯০ শতাংশের বেশি মার্কিন সেনা আফগানিস্তান ছেড়েছে
আফগানিস্তান থেকে ৯০ শতাংশের বেশি মার্কিন সেনা প্রত্যাহার শেষ হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আফগানিস্তানে যেসব সেনা মোতায়েন ছিল তার ৯০ শতাংশের বেশি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন সাতটির বেশি ঘাঁটি আনুষ্ঠানিকভাবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted in: আর্ন্তজাতিক