ধর্ম-বর্ণ-অভিজ্ঞতায় ‘ভারসাম্য’ মোদির নতুন মন্ত্রিসভা
ক্ষমতাগ্রহণের পর প্রথমবার মন্ত্রিসভা সংস্কারের উদ্যোগ নিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার নির্দেশে ইতোমধ্যে স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। খালি জায়গা পূরণে বুধবার সন্ধ্যাতেই শপথ নেবেন নতুন ৪৩ জন। মোদির নতুন মন্ত্রিসভা হবে ধর্ম, বর্ণ, গোত্র, অঞ্চল, অভিজ্ঞতা ও দক্ষতায় ভারসাম্যের ভিত্তিতে। নতুন মন্ত্রীদের মধ্যে ১৪ জনের বয়স ৫০ বছরের নিচে। নতুন সদস্যদের মধ্যে অন্তত চারজন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ১৮ জনের মন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।নতুন মন্ত্রিসভায় ভিন্ন ভিন্ন পেশাজীবীদের উপযুক্ত সংমিশ্রণ থাকবে। সেখানে অন্তত ১৩ জন আইনজীবী, ছয়জন চিকিৎসক, পাঁচজন প্রকৌশলী, সাতজন সকারি চাকরিজীবী থাকবেন। এছাড়া সাতজনের বিভিন্ন গবেষণায় ডিগ্রি এবং অন্তত তিনজনের ব্যবসায়িক ডিগ্রি থাকবে। নয়টি রাজ্য থেকে উঠে আসা ১১ জন নারী মন্ত্রী হিসেবে থাকবেন মোদির সরকারে। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় এতদিন ৫৩ জন সদস্য ছিলেন, এবার তা ৮১ জনে দাঁড়াতে পারে।মোদির নতুন মন্ত্রিসভায় রেকর্ড ১২ জন বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতা ঠাঁই পাচ্ছেন। বিহার, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, রাজস্থান ও তামিলনাড়ু থেকে মন্ত্রী হচ্ছেন তারা।এছাড়া ভারতের নতুন মন্ত্রিসভায় অন্তত একজন মুসলিম, একজন শিখ, একজন খ্রিস্টান ও দুইজন বৌদ্ধ ধর্মাবলম্বী মন্ত্রী হচ্ছেন। তিনজনকে মন্ত্রী করা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্য থেকে। খবর : এনডিটিভি।