ভোট কেন্দ্র থেকে পুলিশের অস্ত্র চুরি
মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আজ (বৃহস্পতিবার) ভোররাতে পুলিশের একটি এসএমজি (চাইনিজ রাইফেল) চুরি হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির ফোনে জানান, ভোররাতে একটি দুর্বৃত্ত গ্রুপ ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের একটি এসএমজি চুরি করে নিয়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিভাবে এ ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্র উদ্ধারের জন্য অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রে দায়িত্বরত তিন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার ও মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তারেক জানান, এ ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ওই কেন্দ্রসহ দুই উপজেলার সব ভোট কেন্দ্রে যথা নিয়মে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে।