রূপগঞ্জে জুস কারখানায় আগুন, দুই শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের একটি ফ্যাক্টরিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৫টা ৪২ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, রূপগঞ্জের ভুলতা এলাকার গাউছিয়ায় একটি কার্টন ফ্যাক্টরিতে আগুন লেগেছে, এমন সংবাদে প্রাথমিকভাবে ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জানান মূলত হাসেম ফুডস নামের একটি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। পরে আগুনের তীব্রতা দেখে আরও ইউনিট পাঠানো হয়। অনেক শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর উদ্ধার কর্মীরা। আগুন লাগার পর ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে ২ নারী কর্মী আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।