শুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে লাভ নেই: তাপসী পান্নু
বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে অলিম্পিকে রুপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো’র প্রেমের জোর গুঞ্জন চলছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি ‘পিঙ্ক’, ‘মুলক’, ‘ষান্ড কি আঁখ’খ্যাত এই তারকা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন তাপসী।
‘নাম শাবানা’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানান, বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। তাপসী বলেন, ‘আমি একটু অদ্ভুত প্রকৃতির। বহু প্রেম করেছি। সমস্যাটা হলো, যাকেই ভালোবাসি, তার সঙ্গেই বিয়ের পরিকল্পনা করে ফেলি। আমার মনে হয়, শুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে কী লাভ! তবে হ্যাঁ এ ব্যাপারে আমার একটা নীতি আছে, যা আমি প্রেমিককে স্পষ্টই বলে দিয়েছি। যদি মা-বাবা প্রেমিককে পছন্দ না করে তাহলে বিয়ে বাতিল! এ ব্যাপারে মা-বাবার পছন্দকেই অগ্রাধিকার দেব।’ যোগ করেন তিনি।
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাপসীর ‘হাসিন দিলরুবা’ । এছাড়া হাতে রয়েছে ক্রিকেটার মিথালি রাজের বায়োপিক। সব মিলিয়ে এখন দারুণ ব্যস্ত রয়েছেন তাপসী পান্নু।