বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » চিরঞ্জীব মুজিব’ ছবির পোস্টার উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

চিরঞ্জীব মুজিব’ ছবির পোস্টার উন্মোচন করলেন প্রধানমন্ত্রী 

144019Untitled-2_copy

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা নিবেদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্টার  উন্মোচন করা হয়েছে।

গত ২৪ জুন গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরের মাধ্যমে তিনটি পোস্টার উন্মোচন করেন। এ সময় চলচ্চিত্রটির পরিচালক এবং প্রধনমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

২০১৮ সালে চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হয়, যা পোস্টার উদ্বোধনের মাধ্যমে প্রকাশ পেলো। চলচ্চিত্রটি নির্মাণে চিত্রনাট্য ও পরিচালক (ক্রিয়েটিভ) হিসেবে রয়েছেন জুয়েল মাহমুদ, শিল্প নির্দেশনায় প্রয়াত সেলিম আহমেদ, চিত্র গ্রাহক সাহিল রনি, সম্পাদনা মনির হোসেন ও সঙ্গীত পরিচালনায় আছেন ইমন সাহা।

হায়দার ইন্টারপ্রাইজ লিমিটেডের ব্যানারে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটি আগামী আগস্ট মাসে মুক্তি পাবে।

বিভিন্ন চরিত্রে ছবিটিতে অভিনয় করছেন আহমেদ রুবেল, পূর্ণিমা, খায়রুল আলম সবুজ, প্রয়াত এস এম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, প্রয়াত সেলিম আহমেদ, ম আ সালাম, বাপ্পী সরদারসহ অনেকেই।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone