অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির গভীর শোক ও দুঃখ প্রকাশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। রাষ্ট্রপতি একই সঙ্গে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
আজ শুক্রবার রাষ্ট্রপতি এক শোকবার্তায় অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দীর্ঘ সময় জ্বলার পর আজ শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অর্ধশত ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে।