মিয়ানমারে জান্তাবিরোধীদের হামলায় ৪০ জনের বেশি সেনা নিহত
মিয়ানমারের জান্তাবিরোধী বাহিনীর হামলায় দেশটির সামরিক বাহিনীর ৪০ এর বেশি সৈন্য নিহত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগায়িং অঞ্চলে সামরিক বাহিনীর সাথে ২ জুলাই ও ৪ জুলাই দু’টি পৃথক সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে দাবি করেছে জান্তাবিরোধী সশস্ত্র সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)।গত ২ জুলাই সাগায়িং অঞ্চলের কাওলিন শহরের কাছে সেইন্ট গন গ্রামে এবং ৪ জুলাই নইয়াঙ গন ও কককো গন গ্রামের মাঝামাঝি রাস্তায় সামরিক বাহিনী ও জান্তাবিরোধী সশস্ত্র সংগঠনের মধ্যে এই দুই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তিনটি সামরিক ট্র্যাকও ধ্বংস করা হয়।এতে আরো বলা হয়, স্থানীয় স্বায়ত্তশাসনকামী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) তাদের সহায়তা করেছে।