হাইতির প্রেসিডেন্ট হত্যায় অংশ নেয় ২৮ জনের টিম
অস্ত্রধারীদের হামলায় নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। গত বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টায় একদল দুর্বৃত্ত অস্ত্র হাতে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে ময়েসের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৩ বছর বয়সী ময়েসের। এসময় গুরুতর আহত হন তার স্ত্রী মার্টিন ময়েস।প্রায় ২৮ জনের একটি দল হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়িজ হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার নাগরিকদের নিয়ে এই ‘হিট স্কোয়াড’ গঠন করা হয়। এদের মধ্যে আটজন এখনও পলাতক। এছাড়া এই হিট স্কোয়াডের তিনজন পুলিশের অভিযানে নিহত হয়েছেন। বাকি ১৭ জনকে গ্রেফতার করেছে হাইতির পুলিশ। বৃহস্পতিবার ( ৮ জুলাই) হাইতির পোর্ট অব প্রিন্সের পুলিশ সদর দপ্তরে কলম্বিয়ান পাসপোর্ট এবং অস্ত্রসহ গ্রেফতারকৃতদের সংবাদমাধ্যমের সামনে হাজির করেছে হাইতি পুলিশ।এ সময় হাইতি পুলিশের মহাপরিচালক লিওন চার্লস জানান, এই নৃশংস ঘটনায় যারা হত্যার সঙ্গে জড়িত তারা তাদের গ্রেফতার করা হয়েছে। যারা এ ঘটনার পরিকল্পনার সঙ্গে জড়িত, আমরা এখন তাদের খুঁজছি।তিনি আরও বলেন, এই হত্যা মিশনে ২৮ জনের একটি দল ছিল। এদের মধ্যে ২৬ জন কলম্বিয়ার নাগরিক। তারাই প্রেসিডেন্টকে হত্যার অভিযানে অংশ নিয়েছে। আমরা দুইজন হাইতিয়ান বংশোদ্ভূত মার্কিনিসহ ১৫ কলম্বিয়ান নাগরিককে গ্রেফতার করেছি। বাকি আট অপরাধীকে দ্রুত গ্রেফতার করা হবে। খবর : দ্যা গার্ডিয়ান।