তাজিকিস্তানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাজিকিস্তান। স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ১৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় গভীরতা ছিল ১০ কিলোমিটার ।দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার তাজিকিস্তানের উত্তরে ওই ভূমিকম্প আঘাত হানার পর অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে কয়েক ডজন বাড়িঘর। দেশটির উত্তরাঞ্চলের রাশত জেলার ২৭ কিলোমিটার দূরে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে।তবে সুদূর রাশত জেলায় আঘাত হানা ভূমিকম্পে দেশটির রাজধানী শহর দুশানবেতেও ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটি উৎপত্তিস্থল থেকে রাজধানী দুশানবের দূরত্ব আনুমানিক ১৬৫ কিলোমিটার।তাজিক সরকারের জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কমিটি জানিয়েছে, ‘ভূমিকম্পে তাজিকাবাদ জেলার তিনটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভূমিকম্পে যে পাঁচ জনের মৃত্যু হয়েছে তারা এই তিন গ্রামের বাসিন্দা।’ভূমিকম্পে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমোন। খবর : আল জাজিরা।